মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে ইরানের সামরিক বাহিনীর জেনারেল কাসেম সোলেইমানি। আর তার প্রতিবাদে মিছিল হচ্ছে ভারতে! ভাবতে পারছেন?
কোথায় ইরান, আর কোথায় ভারত?
অতীতেও আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পর অটোম্যান তুর্কি সাম্রাজ্যকে ভেঙে দেবার প্রতিবাদে গোটা পৃথিবী জুড়ে শুরু হয়েছিল PAN ইসলামিক আন্দোলন। ভারতে যার নাম ছিল খিলাফত আন্দোলন।
আর ওই খিলাফত আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল গান্ধীজি এবং কংগ্রেস।
অথচ দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের জন্য প্রতিবাদ দেখাতে আজ পর্যন্ত কোনো ভারতীয় সংগঠন পথে নামেনি।
আরে প্রতিবাদ করা দূরে থাক, উল্টে তাদের ভারত থেকে তাড়াবার জন্য এবং নাগরিকত্ব কেড়ে নেবার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি বিরোধী দলগুলি।
আজকে CPM, কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত বিরোধী দলের হিন্দুরা এবং শোকল্ড বুদ্ধিজীবীরা CAA-NRC-NPR রধ করে স্বজাতির বুকে ছুরি মারতে চাইছে।
আজকে একটা কথা পরিষ্কার, পৃথিবীর প্রতিটি জাতির তার নিজের স্বজাতির প্রতি টান আছে। এমনকি জাতের টান কুকুরেও টানে। শুধু সেকুলার হিন্দুরা বাদে। এরা শুধু স্বজাতির বুকে ছুরি মারতে জানে…