ডোডার বাসিন্দা লস্কর-ই-তৈবার জঙ্গি আবদুল রশিদ ওরফে জাহাঙ্গিরের সম্পত্তি বাজেয়াপ্ত করল জম্মু কাশ্মীর প্রশাসন। উপত্যকার ডোডা জেলার খানপুরা গ্রামে রয়েছে ওই জঙ্গির বাড়ি। সেটাই বাজেয়াপ্ত করেছে সরকার। তবে আবদুল রশিদকে ধরা যায়নি। সে পলাতক।
ডোডার সিনিয়র পুলিশ সুপারিটেন্ডেন্ট আবদুল কায়ূম জানিয়েছেন, পুলিশ চেষ্টা করছে স্থানীয় জঙ্গিদের পাকড়াও করতে। এদের মধ্যে অনেকেই পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদেরই অন্যতম জাহাঙ্গিরও।
১৯৯৩ সালে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রশিক্ষণ নেয় সে। ফিরে আসে অস্ত্রশস্ত্র নিয়ে। তারপর থেকেই কাশ্মীরের নানা স্থানে জঙ্গি কার্যকলাপের পিছনে ছিল তার হাত। বহু তরুণকে ভুল বুঝিয়ে জঙ্গি দলে ঢোকানোর কাজও করত সে। এছাড়াও বহু জঙ্গি হামলা, ড্রোনে করে অস্ত্র পাচারের মতো নানা কাণ্ড ঘটিয়েছে রশিদ। অবশেষে বাজেয়াপ্ত করা হল তার সমাপ্তি।