কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে আগাম প্রস্তুতির অভাবের অভিযোগ তুলে বিরোধীরা নিশানা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। হাসপাতালে বেড, অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যুর অভিযোগেও কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। পাল্টা কৌশলে কোভিড ইস্যুকেই অস্ত্র করলেন মোদী। সংসদের বাদল অধিবেশন যখন পেগাসাসকাণ্ডে বিরোধীদের আলোচনার দাবিকে কেন্দ্র করে কার্যতঃ ভেস্তে গিয়েছে, তখন সরাসরি জনসংযোগের রাস্তায় হাঁটলেন তিনি। এর আগে তিনি পড়ুয়া, কৃষক সহ নানা গোষ্ঠীর সঙ্গে কথা বলেছেন। এবার সরকারি প্রকল্পের সুবিধাভোগী মানুষের সঙ্গেও যোগাযোগ স্থাপনের পথে হাঁটলেন। হাতিয়ার কোভিড। শনিবার মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাঁর সরকার গরিব মানুষকে অগ্রাধিকার দিয়েছে বলে দাবি করে বিশদ ব্যাখ্যা দেন তিনি।
ভিডিও কনফারেন্সিংয়ে তিনি ওই যোজনার সুবিধা পাওয়া লোকজনকে বলেন, করোনাভাইরাসের ফলে তৈরি হওয়া সঙ্কট মোকাবিলার কৌশলে ভারত প্রথম অগ্রাধিকার দিয়েছে গরিবদের। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা প্রধানমন্ত্রী রোজগার যোজনা-প্রথম দিন থেকেই আমরা গরিবের অন্ন সংস্থান, কর্মসংস্থানের কথাই ভেবেছি।
করোনা মহামারী কালে ৮০ কোটি ভারতীয় বিনামূল্যে রেশন পেয়েছেন, যাঁদের মধ্যে মধ্যপ্রদেশের ৫ কোটি মানুষ আছেন বলে জানান তিনি। বলেন,শুধু চাল, গম বা ডাল নয়, লকডাউনের মধ্যে ৮ কোটির বেশি গরিব পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডারও দেওয়া হয়েছে। ২০ কোটির ওপর মহিলা তাঁদের জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রায় ৩০ হাজার কোটি টাকা পেয়েছেন।
করোনাভাইরাসকে গত ১০০ বছরে মানবজাতির সামনে সবচেয়ে বড় বিপর্যয় বলে উল্লেখ করে সাধারণ মানুষকে মাস্ক পরা, হাত স্যানিটাইজ করা, ভাইরাস সংক্রমণ রোধে দূরত্ববিধি মেনে চলতে আবেদন করেন মোদী। গরিব কল্যাণ অন্ন যোজনা বাদে আরও নানা সরকারি স্কিমের সুবিধা তাঁরা পেয়েছেন কিনা, তাও জানতে চান তিনি।
আজও ভোকাল ফর লোকাল উদ্যোগের কথা বলেন প্রধানমন্ত্রী। বিশেষ গুরুত্ব দেন খাদির ওপর। উত্সবের মরসুমে লোকজনকে এই সেক্টরের কর্মীদের উত্সাহ দিতে তাদের তৈরি হস্তশিল্প সামগ্রী কেনার আবেদন করে তিনি বলেন, যে খাদির কথা লোকে ভুলে গিয়েছিল, আজ তা নতুন ব্র্যান্ড। আমরা যখন স্বাধীনতার ১০০ তম বর্ষ উদযাপনের দিকে নতুন যাত্রায় নেমেছি, তখন স্বাধীনতার স্বার্থে খাদির স্পিরিট বা চেতনাকে জোরদার করতে হবে। স্বনির্ভর ভারতের জন্য লোকালের জন্য ভোকাল হতে হবে আমাদের।