ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে চিন্তিত ১৩৩ কোটি দেশবাসী। গোটা দেশ চাতক পাখির মতো করোনা টিকার অপেক্ষায়। এমতাবস্থায় শনিবার ভারতের তিন-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুজরাটের আহমেদাবাদ, মহারাষ্ট্রের পুণে এবং তেলেঙ্গানার হায়দরাবাদ শহরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিন-রাজ্যে গিয়ে দেখবেন করোনা-টিকার অগ্রগতি।
আহমেদাবাদে জাইলাস-ক্যাডিলার জাইকোভ-ডি টিকার কাজ চলছে। মোদী সেখানে যাবেন। তিনি যাবেন পুণের সিরাম ইনস্টিটিউটে, যেখানে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজ়েনেকার প্রতিষেধক তৈরি হচ্ছে। এর সঙ্গেই তিনি যাবেন হায়দরাবাদে ভারত বায়োটেকে, কোভ্যাক্সিন টিকার অগ্রগতি দেখতে। সর্বপ্রথম আহমেদাবাদ যাওয়ার কথা প্রধানমন্ত্রীর, সেখান থেকে পুণে এবং বিকেলে হায়দরাবাদ। হায়দরাবাদ থেকেই রাতের মধ্যেই দিল্লিতে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী।
2020-11-27