জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা আইন তৈরির এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে আলাদা স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে ডঃ মুখার্জি দেশের জন্য একটি স্লোগান তুলেছিলেন, আদিত্যনাথ এক বিবৃতিতে জানিয়েছেন।
ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এর মৃত্যুদিনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরে ৩৭০.ধারা প্রত্যাহার করে তাঁর স্বপ্ন পূরণ করেছেন। তিনি “কাশ্মীরকে বাঁচানোর জন্য আত্মত্যাগ” করেছিলেন বলে ঘোষণা করা হয়।
এই প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে “কংগ্রেসের অদূরদর্শিতার কারণে স্বাধীনতার পরে কাশ্মীরের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ……এমন পরিস্থিতিতে, ডাঃ মুখার্জি জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা আইন তৈরির এবং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে আলাদা স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে দেশের জন্য একটি স্লোগান তোলেন।”
মুখার্জি এই স্লোগান দিয়ে একটি আন্দোলন শুরু করেছিলেন যে- “এক দেশ মে দো বিধান, দো প্রধান অর দো নিশান নেহী চলেঙ্গে (এক দেশে দুটি সংবিধান, দুটি প্রধানমন্ত্রী এবং দুটি পতাকা থাকতে পারে না)” – এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।”
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর থেকে ৩৭০ ধারা স্থায়ীভাবে সরিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছেন।” বলে যোগী জানান। প্রসঙ্গগ এই ধারাটি পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছিল।
মুখ্যমন্ত্রী বিভাজন প্রতিরোধে মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকার উপরও জোর দেন।
শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেমের কারণেই তাকে দেশের প্রথম শিল্প ও খাদ্যমন্ত্রী হিসাবে স্বাধীনতার পরে ভারতের শিল্প নীতি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল বলেই যোগী এদিন জানান।
সৌভিক দত্ত