আবারও ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। তবে ভারতের মতো দেশে এই মডেল কার্যকর করা নিয়ে মতভেদ রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির। তবে বিরোধীদের মতভেদ থাকলেও ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই ভাষণেই তিনি ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে ফের সওয়াল করেন।
প্রধানমন্ত্রীর কথায়, ‘‘গোটা দেশের স্বার্থেই এক দেশ, এক ভোট জরুরি। একই ভোটার তালিকা মেনে বিধানসভা, লোকসভা-সহ অন্য ভোট হলে সময়ের পাশাপাশি অর্থও বাঁচবে। এই ব্যবস্থা কার্যকর করা গেলে উন্নয়ন থমকে পড়বে না। বর্তমান পরিস্থিতি এটা নিয়ে ভাবার সময় এসেছে।’’
২০১৪ সালে এনডিএ সরকারের দায়িত্ব নেওয়ার পরেই ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করেচিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের মতো দেশে নির্বাচন এক ‘দক্ষ-যজ্ঞ’।
একই সময়ে গোটা দেশের সবস্তরের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলেই মত ছিল অধিকাংশ রাজনৈতিক দলগুলির। একাধিকদল বিষয়টি নিয়ে আরও আলোচনা ও পরিকল্পনা জরুরি বলে জানিয়েছিল। তবে অধিকাংশ রাজনৈতিক দলই প্রধানমন্ত্রীর এই দাবি নিয়ে প্রশ্ন তোলেন।
এরপর একাধিক সভা-আলোচনাতেও ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করে গিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর কথা অনুসরণ করে বিভিন্ন সময়ে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা-মন্ত্রীও ‘এক দেশ, এক ভোটে’র পক্ষে সওয়াল করেছেন। বৃহস্পতিবার আরও একবার নিজের পুরনো অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। দেশের স্বার্থেই এবার ‘এক দেশ, এক ভোট’ নিয়ে ভাবার সময় এসেছে বলে মনে করেন নরেন্দ্র মোদী।