ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেঙ্গালুরু টেক সামিট ২০২০ -এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার সকাল ১১:০০টায় এই সামিটের উদ্বোধন করা হবে। ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর অবধি চলবে এই সামিট।
করোনা পরবর্তী যুগে নতুন টেকনোলজি ব্যবহার করে কীভাবে নানান চ্যালেঞ্জের মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে। কর্ণাটকের ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি (কেআইটিএস), কর্ণাটক সরকারের তথ্য প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও স্টার্টআপস, সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (এসটিপিআই) এবং এমএম অ্যাক্টিভ সায়েন্স-টেক কমিউনিকেশনস এই সম্মেলনের আয়োজন করছে।
এই সম্মেলনে অংশ নিতে চলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, সুইস কনফেডারেশনের সহ-সভাপতি গাই পারমেলিন এবং আরও অনেক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যক্তিত্বরা। বেঙ্গালুরু টেক সামিট ২০২০ পরিদর্শন করার পরে, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী সিএন অশ্বত নারায়ণ জানিয়েছেন, বেঙ্গালুরু টেক সামিটকে আরও সুন্দর করে তুলতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন, ২০০ টিরও বেশি ভারতীয় সংস্থা এই অনুষ্ঠানে অংশ নেবে। থাকবে ৪০০০-এর বেশি প্রতিনিধি, বক্তব্য রাখবেন ২৭০ জন। ৭৫ টি প্যানেল আলোচনা এবং অংশ গ্রহণ করবে প্রায় ৫০০০০ জন।
বেঙ্গালুরু টেক সামিট ২০২০ -এর থিম ‘নেক্সট ইজ নাও’। করোনা পরবর্তী যুগে নতুন টেকনোলজি ব্যবহার করে কীভাবে নানান চ্যালেঞ্জের মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করা হবে সামিটে।