তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেই গোয়ায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অবশ্য এক ঢিলে দুই পাখি মারতে চলেছেন বলেই সূত্রের খবর। সেখানে আগামী ১৯ ডিসেম্বর যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। গোয়া লিবারেশন ডে’র অনু্ষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। আর একইসঙ্গে বিধানসভা নির্বাচনের আগে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। তাই সেখানে কয়েকটি প্রকল্পের উদ্বোধন–শিলান্যাস করবেন তিনি।
ইতিমধ্যেই এখানে একাধিকবার সফর করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আবার তিনি বড়দিনের ছুটিতে এখানে আসছেন বলে খবর। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই ১৯ ডিসেম্বর পর্তুগিজ দখলদারদের হাত থেকে গোয়াকে মুক্ত করেছিল ভারতীয় সেনাবাহিনী। তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তাই ১৯ ডিসেম্বর তারিখকে ‘অপারেশন বিজয়’ বলা হয়। প্রত্যেক বছর পালিত হয় এই দিনটি। আর এবার ওই অনুষ্ঠানে যোগ দিতে গোয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ট্রেন্ডিং স্টোরিজ
আগামী ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। সেখানে সংগঠনের জমি শক্ত করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী ক্ষমতায় এলে মহিলাদের গৃহলক্ষ্মী প্রকল্প দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। এই আবহে সেখানে গোয়া লিবারেশন ডে’র অনু্ষ্ঠানকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই এই সফরের দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। কারণ এখানে আগুয়াড়া জেল মিউজিয়াম, গোয়া মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লক, নিউ সাউথ গোয়া জেলা হাসপাতাল, মোপা বিমানবন্দরে অ্যাভিয়েশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রী যেখানে সফর শেষ করবেন সেখান থেকেই সফর শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী প্রধানমন্ত্রী ওখানে যা বলে আসবেন তার জবাবও দেবেন তিনি বলে সূত্রের খবর। আগামী ২৬ ডিসেম্বর গোয়া যাচ্ছেন অভিষেক। সেখানে থাকবেন ২৮ ডিসেম্বর পর্যন্ত। সুতরাং এই দুই হাইপ্রোফাইল নেতার উপস্থিতিতে আরবসাগরের ঢেউ বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।