চলতি লকডাউনের (Lockdown) মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে, ফলে ১৪ এপ্রিল সারা দেশে লকডাউন তুলে নেওয়া সম্ভব হচ্ছে না।
নভেল করোনাভাইরাস সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়া ঠেকাতে ২১ দিনের চলতি লকডাউনের মেয়াদ ফুরোচ্ছে ১৪ এপ্রিল। একাধিক রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রকে বর্তমান পরিস্থিতিতে লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করে সেইমতো সিদ্ধান্ত নিতে আবেদন করেছে। আজ প্রধানমন্ত্রীও সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলির ফ্লোর নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় সম্পূর্ণ লকডাউনের কথা বলেন। সংসদে যে দলগুলির চারজন বা তার বেশি সাংসদ আছেন, তাদের সঙ্গেই মতামত বিনিময় করেন তিনি।
১৪ তারিখের পর লকডাউন বাড়ানো ও কোভিড ১৯ অতিমারীর ফলে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত আর্থিক পদক্ষেপ নিয়ে নানা মহলে ভিন্ন মতামত রয়েছে। সেই প্রেক্ষাপটেই আজ লকডাউন বৃদ্ধির ইঙ্গিত মিলল। একটি সূত্রে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত বিজেডি নেতা পিনাকি মিশ্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, ১৪ এপ্রিল লকডাউন শেষ হলে সারা দেশে একসঙ্গে তা প্রত্যাহার করা হচ্ছে না। চলতি সপ্তাহটা করোনাভাইরাস বিরোধী যুদ্ধের অধ্যায়ে নির্ধারণকারী ভূমিকা নিতে চলেছে বলে শোনা যাচ্ছে। আজ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৪৯। গত ১২ ঘন্টায় মৃতের সংখ্যা সর্বোচ্চ বেড়েছে, ২৫, এখন দাঁড়িয়েছে ১৪৯।
একটি মহলের বক্তব্য, কেন্দ্র তিন সপ্তাহের লকডাউন বাড়ানোর কথা ভাবছে, পাশাপাশি আরও বেশি পরীক্ষা করানোয় জোর দিচ্ছে, ১০ এপ্রিলের পর কী পরিস্থিতি হয়, তা দেখেই পাকাপাকি সিদ্ধান্ত নিতে চলেছে।