আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনাকালে এবার কেন্দ্রের বাজেট রীতিমতো চ্যালেঞ্জিং একটি টাস্ক সীতারামনের কাছে। সাধারণ বাজেট পেশের আগে শনিবার সর্বদল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্স মারফত আজ বৈঠক হবে। বাজেট অধিবেশন যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে তা নিয়েই বৈঠকে সাংসদদের কাছে আবেদন জানাবেন প্রধানমন্ত্রী।
আগামী সোমবার তৃতীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা সংকটের পরে এই প্রথম তিনি বাজেট পেশ করতে চলেছেন। সে ক্ষেত্রে এটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। বাজেটের ক্ষেত্রে এই বছরটা আবার অন্য আরও একটি দিয়ে তাৎপর্যপূর্ণ।
কারণ, আর কয়েকদিন পরেই রয়েছে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন। এগুলির মধ্যে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির দখলে রয়েছে অসম। অন্যদিকে রীতিমতো সিরিয়াস এই রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের ভোটের ব্যাপারে।
সাধারণত দেখা যায় কেন্দ্রে ক্ষমতাসীন দল বাজেটে সেইসব ঘোষণা করেন যা তাদের লক্ষ্যের ভোটারদের খুশি করা যায়। সে দিক দিয়ে বিচার করলে এদেশে বাজেট শুধুমাত্র অর্থনীতির জন্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আর্থ-সামাজিক অবস্থাও। কেন্দ্রীয় বাজেটের আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠক ডেকেছেন। ভিডিও কনপারেন্স মারফত সেই বৈঠকে মোদী কথা বলবেন সাংসদদের সঙ্গে। আজকের বৈঠকে সব বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও সব দলের নেতাদের সঙ্গে বৈঠক সেরেছিলেন। আসন্ন বাজেট অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেব্যাপারে সব দলের নেতাদের কাছে সহযোগিতা চেয়েছেন অধ্যক্ষ। অন্যদিকে, সংসদের বাজেট অধিবেশন শুরুর বিষয়ে শুক্রবার মোট ১৮টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে।
বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্র। বাজেট অধিবেশনে সংসদে কৃষি আইন-সহ একাধিক ইস্যুতে শোরগোল ফেলে দিতে পারে বিরোধীরা, এই আশঙ্কা থেকেই পাল্টা স্ট্র্যাটেজি সরকারের। আলাপ-আলোচনার ভিত্তিতেই স্থিতাবস্থা বজায় রাখতে মরিয়া কেন্দ্র। আজকের সর্বদল বৈঠকেও প্রধানমন্ত্রী সেই চেষ্টাই চালাবেন বলে ধারণা।