৩৭০ ধারা খারিজের পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
কী কী বললেন প্রধানমন্ত্রী–
৩৭০ ধারা ও ৩৫ এ ধারার জন্য জম্মু-কাশ্মীরের যাবতীয় সমস্যার কারণ।
দেশের অনেক আইনের সুবিধা জম্মু-কাশ্মীরের মানুষ পাননি।
সংরক্ষণের সুবিধা মেলেনি এতদিন। সাফাইকর্মী থেকে স্কুল পড়য়ারা অনেক সুবিধা পাননি।
নতুন ব্যবস্থায় যাবতীয় সুবিধা দেওয়া হবে।
রাজ্য সরকারের কর্মীরা এখন থেকে অন্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতো যাবতীয় সুবিধা পাবেন।
সব দফতরের শূন্যপদ পূরণ করা হবে।
আপাতত জম্মু-কাশ্মীর কিছু দিনের জন্য কেন্দ্রের অধীনে থাকবে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল থাকলেও জম্মু-কাশ্মীরে রাজ্য সরকার ক্ষমতায় আসবে। বেশিদিন কেন্দ্রশাসিত অঞ্চল রাখা হবে না।
রাজ্য পুলিশ এতদিন অনেক সুবিধা পেত না। সেই সব প্রকল্প চালু করবে কেন্দ্র।
এতিদন জম্মু-কাশ্মীরের বহু মানুষের বিধানসভা ও অন্যান্য স্থানীয় ক্ষেত্রের নির্বাচনে ভোটাধিকার ছিল না। এবার সেই অধিকার মিলবে।
আতঙ্কবাদ ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব থেকে মুক্ত হবে কাশ্মীর।
দ্রুত ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন শুরু হবে।
সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার থাকবে।
কাশ্মীরে আবার সিনেমার শ্যুটিং শুরু হবে। দেশের সব ফিলম ইন্ডাস্ট্রির কাছেও এই জন্য অনুরোধ রাখছি।
জম্মু-কাশ্মীরে খেলধুলার সুযোগ বাড়ানো হবে। স্পোর্টস অ্যাকাডেমি হবে, স্টেডিয়াম হবে।
জম্মু-কাশ্মীরে ঈদ পালনে কোনও সমস্যা হবে না। সরকার সব রকমের সাহায্য করবে।