‘বাকস্বাধীনতার নামে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা যায় না’, মমতাজ মুনসুরিকে ধমক কোর্টের

বাকস্বাধীনতার অপব্যবহার নিয়ে কড়া নির্দেশ দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালত জানিয়েছে, বাকস্বাধীনতার নামে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রীকে গালিগালাজ বা খারাপ কথা বলা যায় না।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সোশ্যাল মিডিয়ায় অশ্রাব্য গালিগালাজ করেন মুমতাজ মুনসুরি। এরপরি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পাল্টা তাঁর বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে বলে এফআইআর তুলে নেওয়ার আবেদন জানান মুমতাজ।

মনসুরির আবেদন খারিজ করেছে কোর্টের ডিভিশন বেঞ্চ। বেঞ্চে ছিলেন বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র এবং বিচারপতি রাজেন্দ্র কুমার। ২০২০ সালে দায়ের করা এই এফআইআরে বলা হয় মোদী, শাহ এবং অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে খারাপ কথা বলেন। মনসুরির বিরুদ্ধে আইপিসি-র ৫০৪ ধারায় অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে আইটি আইনের ৬৭ নম্বর ধারাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়।

এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে মীরগঞ্জ থানায় ফৌজদারি অভিযোগ করা হয়। এই এফআইআরের বিরুদ্ধেই কোর্টের দারস্থ হন মনসুরি। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দিল আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.