পেট্রোল ও ডিজেলের দাম ফের কমবে, আপাতত সেই অপেক্ষায় দেশবাসী| উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যেই শুক্রবার ফের দামি হল জ্বালানি তেল| শুক্রবার দিল্লি, কলকাতা ও মুম্বই-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে দামি হয়েছে জ্বালানি তেল| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে, যথাক্রমে ০.১৫ পয়সা, ০.১৫ পয়সা, ০.১৫ পয়সা এবং ০.১৬ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম| এছাড়াও উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে, যথাক্রমে ০.১০ পয়সা (দিল্লি), ০.১০ পয়সা (কলকাতা), ০.১১ পয়সা (মুম্বই) এবং ০.১১ পয়সা চেন্নাই| মূল্যবৃদ্ধির পর দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হল-৭৪.৩৪ টাকা, কলকাতায়-৭৭.০৩ টাকা, মুম্বইয়ে-৮০.০০ টাকা এবং চেন্নাইয়ে-৭৭.২৮ টাকা| এছাড়াও দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে-৬৭.২৪ টাকা, কলকাতায়-৬৯.৬৬ টাকা, মুম্বইয়ে-৭০.৫৫ টাকা এবং চেন্নাইয়ে-৭১.০৯ টাকা| গত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে দুই জ্বালানি তেলের মূল্য| প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম| এই মূল্যবৃদ্ধি চিন্তায় ফেলেছে দেশের সাধারণ মানুষকে|
2019-09-27