চলতি বছরে বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে আরপিএফ-এর হাতে উদ্ধার ৪৬৩ জন অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী

মালিগাঁও, ২৬ আগস্ট, ২০১৯ : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বিভিন্ন রেলওয়ে চত্বর থেকে ৫১৪ জন ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে ৪৬৩ জন অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরী। অসামাজিক উপাদানের দ্বারা প্রলোভিত হওয়ার পূর্বেই এদের স্টেশন / ট্রেনের মতো রেলওয়ে চত্বর থেকে উদ্ধার করা হয়। ট্রেনে অপ্রাপ্ত বয়স্কদের পাচার করার সময়ে হাতেনাতে ৯ জন মানবপাচারকারীকেও গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে ১৭১ জন কিশোরী ও ২৯২ জন কিশোর রয়েছে।


এখানে উল্লেখ করা যেতে পারে যে, বাড়ি থেকে পালিয়ে আসা শিশুদের উদ্ধারের পাশাপাশি আরপিএফ নিয়মিত মানবপাচারকারী গ্রেফতার করার সাথে এদের কবল থেকে বহু শিশুকেও উদ্ধার করে চলেছে। ২০১৮ সালে, রেলওয়ে চত্বর থেকে প্রায় ৬৬৯ জন অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরী সফলভাবে উদ্ধার করা হয়েছিল। সাধারণত, উদ্ধারের পর শিশুদের অভিভাবক অথবা চাইল্ড লাইন-এর মতো এনজিও-এর হতে চুলে দেওয়া হয়। এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য আরপিএফ-এর একাধিক স্কোয়াড নিয়মিতভাবে বিভিন্ন রেলওয়ে চত্বরে অভিযান চালায়। এই অঞ্চলে মানবপাচারকারীরা খুবই সক্রিয়, তা সর্বজনবিদিত। ধৃত মানবপাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জিআরপি-এর হাতে তাদের তুলে দেওয়া হয়েছে।
(শুভানন চন্দ)
মুখ্য জনসম্পর্ক আধিকারিক

এই প্রেস বিজ্ঞপ্তিটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.