রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশজুড়ে বিভিন্ন প্রান্তরের জনপ্রিয় তারকা ও ব্যক্তিত্বদের হাতে তুলে দিলেন পদ্ম সম্মান। এই অনুষ্ঠান হয়েছে দিল্লির রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে সম্মানিত করা হল মরণোত্তর পদ্মবিভূষণে।
সোমবার সুষমা স্বরাজের কন্যা বাসুরি স্বরাজ এই সম্মান গ্রহণ করেন। প্রসঙ্গত, পদ্ম সম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল ২০২০ সালের ২৬ শে জানুয়ারি। সোমবার পদ্ম সম্মানের পর্ব দুই ভাগে ভাগ করা হয়।
পদ্মশ্রী পেয়েছেন- ১. মহিলা জাতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল। রানি টোকিয়ো অলিম্পিকে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, ২. সংগীতশিল্পী আদনান সামী, ৩. অভিনেত্রী কঙ্গনা রানাউত, ৪. পরিচালক করণ জোহর, ৫. এয়ার মার্শাল ড. পদ্মা বন্দ্যোপাধ্যায়, ৬. ICMR-এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ড. রামন গঙ্গাখেদকর।
পদ্মভূষণ সম্মান লাভ করলেন- ১. অলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ও ২. অলিম্পিয়ান বক্সার মেরি কম।
আরো পড়ুন : চলন্ত বাসে ধূমপান! প্রতিবাদ করায় খোদ পুলিশকর্মীকে বেধড়ক মারধোর, উত্তেজনা বীরভূমে
পদ্মবিভূষণ সম্মান পেলেন- সংগীত শিল্পী চান্নুলাল মিশ্র, হিন্দুস্থানী শাস্ত্রীয় সংগীতের জন্য।