আন্তর্জাতিক নারী দিবসের দিনে দেশের মহিলাদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, মহিলাদের আরও শক্তিশালী করা তোলার কাজ করা দেশের পক্ষে সম্মানজনক। তবে শুধু মোদী নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও আন্তর্জাতিক নারী দিবসে দেশের মহিলাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
নারীশক্তি হ্যাশট্যাগ ব্যবহার করে মোদী লিখেছেন, ভারতীয় নারীদের একাধিক কৃতিত্ব অর্জনে দেশ গর্বিত। তাঁর পোস্টে তিনি বলেন, “আন্তর্জাতিক নারী দিবসে অদম্য #নারীশক্তিকে স্যালুট। ভারতীয় নারীদের একাধিক কৃতিত্ব অর্জনে দেশ গর্বিত। মহিলাদের আরও শক্তিশালী করা তোলার জন্য কাজ করার সুযোগ পাওয়া আমাদের সরকারের জন্য গর্বের বিষয়।”
ভারতীয় মহিলারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করছে, সেসবের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ আন্তর্জাতিক নারী দিবসের দিনে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন।
মহিলাদের ক্ষমতা ও পুরুষ-নারী সমতা নিয়ে নিজের বক্তব্যে রাষ্ট্রপতি লেখেন, আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা। আমাদের দেশের মহিলারা বিভিন্ন ক্ষেত্রে নতুন রেকর্ড অর্জন করছে। আসুন আমরা মহিলা ও পুরুষের মধ্যে বৈষম্য দূরীকরণে সংকল্পবদ্ধ হই।
আন্তর্জাতিক নারীদিবসে দেশের সমস্ত নারীদের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি দেশনারীদের উদ্দেশ্যে বলেছেন, মহিলারা ইতিহাস ও ভবিষ্যত তৈরিতে সক্ষম। নিজের পথের বাধা কাউকে হয়ে উঠতে দেবেন না। নারীশক্তিকে কুর্ণিশ জানিয়েছে গুগুলও। এক বিশেষ ডুডল-এ নারীদের প্রতি সম্মান জানিয়েছে গুগল।
১৯১৩ থেকে ৮ মার্চ দিনটিকে এই নারীদিবস হিসেবে বিশ্বে পালন হচ্ছে। মহিলাদের সমান অধিকার। পৃথিবীর একটা অর্ধেক আকাশ তাঁদেরও। শোষণ ও বৈষম্যের নাগপাশ ছিঁড়ে ফেলে এই সচেতনতা আনতেই পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস।