কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানাতে গিয়ে জাতীয় নাগরিক পঞ্জির প্রসঙ্গ তুললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সপ্তদশ লোকসভার অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেখানে তিনি এনআরসি প্রসঙ্গে বলেন, “অনুপ্রবেশ জাতীয় সুরক্ষার প্রশ্নে বড় বিপদ। অনুপ্রবেশের ফলে এক দিকে দেশের বিভিন্ন অংশে সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছে, তেমনি জীবন-জীবিকার উপরেও তার প্রভাব পড়ছে। তাই অনুপ্রবেশজনিত সমস্যা থাকা এলাকায় জাতীয় নাগরিক দ্রুত প্রস্তুত করতে সরকার বদ্ধপরিকর।”
রাষ্ট্রপতির ওই ভাষণ থেকেই বোঝা যায়, দেশের সীমান্তবর্তী রাজ্যে যেখানে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, সেখানে এনআরসি করতে চায় বিজেপি। সেই তালিকায় যে পশ্চিমবঙ্গের নাম রয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ লোকসভা ভোটের পূর্বে নির্বাচনী প্রচারে একাধিক জনসভায় বাংলায় এনআরসি করা নিয়ে বার বার সরব হয়েছে বিজেপি সভাপতি অমিত শাহ। এখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই কাজ আরও ত্বরান্বিত হবে বলে ধারণা অনেকের। বিজেপির মতে, এনআরসি করলে বাংলার সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস পাল্টে যাবে।
অসমে এনআরসি করা নিয়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল দেশজুড়ে। সেখানে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম নাগরিক পঞ্জিতে ছিলনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ওই তালিকা তৈরি করে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি। এরফলে বাঙালী হিন্দু ও মুসলমানদের দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে সরকার।