দিল্লিতে বসেছে বিশ্বদরবার | নানা দেশের মধ্যে বিবিধ বিষয়ে আলোচনা শীর্ষক অনুষ্ঠান রাইসিনা ডায়ালগে পৌরোহিত্য করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে অবসারভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পাঁচ বছরে পদার্পণ করল এই উদ্যোগ | মঞ্চে দাঁড়ানো আফগানিস্থান,কানাডা, দক্ষিণ কোরিয়ার উপস্থিত প্রাক্তন রাষ্ট্রনায়কেরা একটি বিষয়ে মোদি জমানায় ভারত বিশ্বে ক্রমশই নিজের জায়গা করে নিচ্ছে | অকপটে তা বলেও ফেললেন তা |
প্রাক্তন দানিশ প্রধানমন্ত্রী এ এফ রাসমুসেন বলেন,বিশ্বে দেশগুলির মধ্যে ভারত অতি শক্তিশালী মোর্চা সদস্য | বিশেষ করে গণতান্ত্রিক দেশের মধ্যে ভারত খুবই শক্তিশালী শাসকের শাসনে রয়েছে বলে মন্তব্য করেন তিনি | আমি নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা ও শ্রদ্ধা করি | আগামী দিন গুলিতে বিশ্বের সামনের সারিতে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে ভারত সেটিই আশা করি | বলেন দানিশ প্রধানমন্ত্রী |
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেন,”যদিও ভারত গণতন্ত্রের অতিরিক্ত প্রয়োগের ফলে ঘরোয়া সমস্যার সম্মুখীন হচ্ছে তবুও বলা যায় এই ভারত নিজের পরিচয়েই বিশ্বে একটি জায়গা করে নিতে পেরেছে মোদির নেতৃত্বে | ” এর সঙ্গে তিনি যোগ করেন ভারত তার হৃত গৌরব ও সংস্কৃতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে এই সরকারের পরিচালনায় |
প্রশংসা শোনা গেল দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রনেতার গলাতেও | প্রাক্ত প্রধানমন্ত্রী হান সিউং সো বলেন ,বিশ্বব্যাপী নেতৃত্বের নানা সংকটের মাঝেও মোদি তার নিজের মত প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন,যা অত্যন্ত প্রশংসনীয় | আফগান প্রতিনিধি রাষ্ট্রপতি হামিদ কারঝাই ভারতের শান্তি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ভারত আফগান মানুষদের যেভাবে পাশে দাঁড়িয়েছে,তাদের ধরে রেখেছে তাকে কুর্ণিশ |
মূলতঃ বিশ্বের বিভিন্ন দেশের আভ্যন্তরীণ থকে সর্বজনীন সমস্যা ও তার সুষ্ঠ সমাধান নিয়ে আলোচনাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানানো হয় বিদেশ মন্ত্রক থেকে |