পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ

পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ


হাইকোর্টে শুধু VVIP দের ফাইল করা মামলাগুলো তাড়াতাড়ি হবে? বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো হবে না?

২০০৯ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার OBC সংরক্ষণের নামে ধর্মের ভিত্তিতে মুসলিম সংরক্ষণ করল। ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না। ওটা illegal ছিল। ভারতীয় জনতা পার্টি মামলা করেছিল। তার পর ২০১১ সালে নতুন সরকার আসলো এবং বামফ্রন্টের চালু করা অসাংবিধানিক সংরক্ষণ টাকে আইন এনে কার্যকরী করল আরো প্রকট হবে। যার ফল আমরা বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে দেখতে পাচ্ছি।

হাইকোর্টে মামলা চলছে, affidavits completed অনেক বছর আগেই। একাধিকবার মামলাগুলো বিভিন্ন বিচারপতির ঘরে mention করা হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে সেগুলোর আজ পর্যন্ত hearing সম্ভব হল না কেন?

হাইকোর্টের কাছে সব মামলা সমান হওয়ার কথা কিন্তু এই মামলাটি নয় কেন? আমি নিজে অন্তত পাঁচ বার mention করেছিলাম মামলাগুলো। কয়েকবার লিস্টেও এসেছিল। যতদূর মনে পড়ে দুবার রাজ্য সরকার সময় নিয়েছিল এবং তারপর কোনো কারণবশত সেই মামলাগুলো আর লিস্টে আসেনি।

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করার সময় Indra Sawhney & Others v. Union of India case এরা দেশকে অপেক্ষা করা হয়েছিল পশ্চিমবঙ্গে। কোন ভিত্তিতে সংরক্ষণ করা হয়েছিল সেটা নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশা আছে।

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় OBC community এবং তাদের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে এক বিশেষ ধর্মের মানুষকে সুবিধা করিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

আশা করবো মহামান্য উচ্চ ন্যায়ালয় এই বিষয়টি নিয়ে অন্তত এবার ভাববেন। অনেকদিন তো হলো।

তরুণ জ্যোতি তিওয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.