সরকার কাশ্মীরে বন্ধ হয়ে থাকা সমস্ত স্কুল এবং মন্দিরের উপর সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জি.এম. কিষাণ রেড্ডি সোমবার এই কথা জানিয়েছেন।
হাইলাইটস :
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন‚ কাশ্মীর উপত্যকায় বহু বছর আগে ৫০০০০ মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল।
কাশ্মীর উপত্যকায় বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি আবার চালু করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের বন্ধ স্কুল এবং মন্দিরগুলি আবার খোলার জন্যে মোদি সরকার প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জি.এম. কিশান রেড্ডি বেঙ্গালুরুতে বলেছেন যে “আমরা কাশ্মীর উপত্যকায় বন্ধ স্কুলগুলিকে নিয়ে একটি সমীক্ষা করার এবং সেগুলোকে পুনরায় খোলার জন্য একটি কমিটি গঠন করেছি।” কেন্দ্রীয় মন্ত্রী জানান যে ‚ “কিছু বছর আগে ৫০,০০০ টি মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল , যার মধ্যে কয়েকটি মন্দির এবং তার ভেতরে থাকা মূর্তিগুলি ইতিমধ্যে ধ্বংসও হয়ে গেছে। আমরা এ জাতীয় মন্দিরগুলির উপর সমীক্ষারও আদেশ দিয়েছি।”
এর আগে রবিবার শ্রী রেড্ডি বলেছিলেন, পাকিস্তান যদি ভারতের সাথে যুদ্ধ করে তবে তার নামকেই ম্যাপ থেকে মুছে ফেলা হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে ইমরান খান বা পাকিস্তানি সেনাবাহিনীর ফাঁকা বুলি শুনে কেউ আর ভয় পায় না। এটি একটি দেশপ্রেমিক সরকার। তিনি আরও বলেছিলেন ‚ এটি গর্বের বিষয় যে ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির পরেও , কোনো বন্দুকের গুলি চলেনি , কোনো টিয়ারগাসের গুলি চালানো হয়নি বা কোনও ব্যক্তি মারাও যায়নি।