জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই তাসের ঘরের মতো ভাঙল কংগ্রেস। দল ছাড়লেন গুলাম নবি আজাদ ঘনিষ্ঠ ২০ জন নেতা। ভোটের মুখে এই দলত্যাগ হাত শিবিরের মাথাব্যাথা বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ইতিমধ্যে সোনিয়া গান্ধীকে তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন দলত্যাগী নেতারা। এঁদের মধ্যে রয়েছেন চার প্রাক্তন মন্ত্রী এবং তিন বিধায়ক। তাঁদের দাবি, অবিলম্বে দলের শীর্ষে নেতৃত্বে বদল আনতে হবে। শুধু তাই নয়, তাঁদের কথাও শুনতে হবে।
প্রদেশ কমিটির অধ্যক্ষ গোলাম আহমেদের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, দল চালানোর জন্য কারো কথা শুনছেন না শীর্ষ নেতৃত্ব। নিজেদের মতো করে দল চালাচ্ছেন। এ বিষয়ে দলের শীর্ষ নেতাকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
ইস্তফা দেওয়া নেতাদের মধ্যে যুগল কিশোর শর্মা, জি এম শারুরি, বিকাশ রসুল, নৈরেশ কুমার গুপ্তা, অনবর ভট্টের মতো প্রভাবশালীরা রয়েছেন। ২০২৪ এ লোকসভা নির্বাচন। এখন থেকেই প্রস্তুতি করে শুরু করে দিয়েছেন গেরুয়া নেতৃত্ব। ঘর গুছানো হয়নি কংগ্রেসের। প্রত্যাশিতভাবেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দিনের পর দিন। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেসের অন্দরেই তৈরি হয়েছে জি-২৩। কংগ্রেসের উঁচুতলায় নির্বাচন সহ একাধিক দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। তার পরেও কোনও এক অজানা কারণে স্থগিত রয়েছে নির্বাচন।