সোমবারে, তৃণমূল ভবনে এসে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ও প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁর তৃণমূলে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এবার প্রতিক্রিয়া দিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তাঁর ভাই যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি টুইট করে জানালেন যে, তাঁর ভাইএর তৃণমূলের যোগ দেওয়ার কথায় তিনি ‘দুঃখিত’। এই নিয়ে তিনি টুইটারে একটি টুইট করেন এবং লেখেন ‘SAD!’ উল্লেখ্য, যদিও তিনি কেন দুঃখিত, এ ব্যাপারে তিনি কিছুই লেখেননি।
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ওই টুইটটি করেন তাঁর ভাইয়ের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনার কিছুক্ষণ পরেই। তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায় বলেন যে, তাঁর বাবা কখনওই কোনো দলে যোগ দেওয়ার ব্যাপারে চাপ দেননি কিংবা মানা করেননি। সবসময়েই তাঁকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া অধিকার দিয়েছেন। এহেন, তাঁর তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে বর্তমানে তাঁর পরিবারের প্রতিক্রিয়ার সম্বন্ধে জল্পনার সৃষ্টি হচ্ছিল। অবশেষে, যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের ওই টুইট জল্পনাকে আরও বাড়িয়ে দিল।
এদিকে, অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার পরে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আরোপ করে বলেন যে, কংগ্রেসের বিভিন্ন পদক্ষেপে তিনি অসন্তুষ্ট ছিলেন। এ ব্যাপারে তিনি বলেন, “কংগ্রেসের কোনও পদেই আমাকে রাখা হয়নি। শুধুমাত্র সাধারণ কর্মী ছাড়া আর কিছুই রাখা হয়নি। তাও তিন বছর পরপর রিনিউ হয়। শেষবার তা রিনিউ হয়েছে কি না, জানি না”।
আবার, তৃণমূলে যোগ দিয়েই তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানালেন এবং তৃণমূল পার্টির সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় করলেন। একই সঙ্গে তিনি এও জানালেন যে, তিনি দলের অনুগত হয়ে চলবেন তথা দলের নির্দেশেই কাজ করবেন।
2021-07-07