বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ১১ লক্ষ ৫২ হাজার রেলের কর্মচারীদের জন্য এক সুখবর রয়েছে। এবারে রেলের কর্মচারীরা তাঁদের বেতন অনুযায়ী ৭৮ দিনের বোনাস পাবে। এর জন্য সরকারের ২০০০ কোটি টাকা খরচ হবে। এনিয়ে গত ৬ বছর ধরে রেলের কর্মচারীদের বোনাস দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার।
একইসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ই-সিগারেটের উপর কেন্দ্রীয় মন্ত্রিসভার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ই-সিগারেটের উৎপাদন, আমদানি-রপ্তানি, বিক্রি ও বিজ্ঞাপনের উপর কিছু বিধিনিষেধ চাপানো হল।”
খবর অনুযায়ী, বর্তমানে ভারতে ই-সিগারেটের ৪০০টি ব্র্যান্ড ও ১৫০ টি ফ্লেভার পাওয়া যায়। এর মধ্যে একটিও ভারতে তৈরি হয়না। সরকার মনে করছে যুবক ও কম বয়সীদের ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ ভারতে ই-সিগারেটের বিক্রি এখনও অনেক কম রয়েছে। কিন্তু আস্তে আস্তে এর বিক্রি বাড়বে।
ই-সিগারেটের উপর নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দফতর জানিয়েছে, ই-সিগারেট ব্যবহারকারী নিয়ম ভঙ্গ করলে অভিযুক্তের ১ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে। একই ব্যক্তি দ্বিতীয়বার নিয়ম ভঙ্গ করলে ৩ বছরের ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে।
উল্লেখ্য, ইলেকট্রনিক সিগারেট হল একটি ব্যাটারী ডিভাইস। এর ভিতরে বিভিন্ন রকমের তামাকের মিশ্রণ রাখা হয়। যা ধূমপাম হিসেবে ব্যবহার করা হয়। সিগারেটের মতো এরও ক্ষতিকর প্রভাব রয়েছে। নিউইয়র্কের একটি রিপোর্ট অনুসারে, সাধারণ সিগারেটের তুলনায় ই-সিগারেট ফুসফুসের পক্ষে খুবই ক্ষতিকর।