ভারতে অর্থনৈতিক বৃদ্ধিকে যথেষ্ট ‘সম্ভাবনাময়’ হিসাবে দেখছেন মার্কিন শিল্পপতি বিল গেটস। সরকারের নানা পরিকল্পনার প্রতি আস্থা রেখে বিল গেটস মনে করছেন আগামী দশকের মধ্যেই স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি দ্রুত বদলাবে। দারিদ্র দূরীকরণেও অনেকটাই এগিয়ে আসবে ভারত।
পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি বিল গেটস ভারতীয় সরকারের আধার প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন। দেশে আর্থিক বৃদ্ধির পাশাপাশি ফার্মা সেক্টরেও যথেষ্ট উন্নতি করেছে ভারত। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক বাজারকে তাই যথেষ্ট ‘সম্ভাবনাময়’ হিসাবেই দেখছেন গেটস।
এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তাৎক্ষণিক ভাবে আমার কোনও ধারণা নেই তবে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ঘটছে। আগামী এক দশকের মধ্যে ভারতে দারিদ্র অনেকটাই দূরীভূত হবে। শিক্ষা,স্বাস্থ্যে নব দিগন্ত খুলে যাবে।’ ১১০ কোটি মার্কিন ডলারের মালিক ৬৪ বছর বয়সী বিল গেটস সম্প্রতি অ্যামাজনের মালিক জেফ বিজোস কে ছাপিয়ে উঠে এসেছেন বিশ্বের ধনী ব্যক্তি তালিকার এক নম্বরে।
বিশ্বে দরিদ্র শিশুদের সাহায্যের জন্য নিজে ‘বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন’ নামে একটি অনুদান সংস্থা গড়েছিলেন তিনি। সেই সূত্রেই ভারতে তিন দিনের সফরে এসেছেন তিনি। ভারতে এসে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের আধার প্রক্রিয়ার প্রশংসা শোনা যায় তাঁর মুখে। তিনি বলেন, ‘আধারের গোটা প্রজেক্টটা ভারত সরকার যেভাবে করল তা এক কথায় অনবদ্য। নতুন উদ্ভাবনী ক্ষমতা রয়েছে ভারতের। এই ধরনের প্রজেক্ট থেকে সারা বিশ্বের শেখা উচিত।’
তিনি আরও বলেন, ‘ভারত বলেই এখন তথ্য প্রযুক্তিতিতে সমৃদ্ধ এক দেশের কথা ভেসে ওঠে। ভারতে যে হারে নতুন নতুন প্রযুক্তির সৃষ্টি হচ্ছে আগামী দিনে তথ্য প্রযুক্তির দিক দিয়েও বহু দেশকে ছাপিয়ে যাবে।’ বিল গেটসের এই ভবিষ্যদ্বাণীকে আগামী দিনে নতুন ভারতের সোপান হিসাবেই দেখতে চাইছেন ভারতীয় বিশেষজ্ঞ মহল। ভারতীয় বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন নতুন কার্যকরী এবং কম দামি প্রতিষেধক বানানোর একটি প্রকল্প শুরু করেছে বিল গেটসের এই ফাউন্ডেশন।