পরিকাঠামো থাকলে সূর্যাস্তের পরও ময়নাতদন্ত করা যাবে হাসপাতালে। নয়া নির্দেশিকায় এমনটাই জানানো হল কেন্দ্রের তরফে। ব্রিটিশ আমল থেকেই নিয়ম ছিল, সূর্যাস্তের পরও ময়নাতদন্ত করা যাবে না। অবশেষে সেই নিয়ম বদলে ফেলল মোদী সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে এ কথা জানিয়েছেন। মূলত আত্মহত্যা, খুনের মতো ঘটনায় মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
আজ হিন্দিতে টুইট করে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য লিখেছেন, ব্রিটিশদের তৈরি নিয়ম শেষ হল। এখন সারাদিন-রাতই ময়নাতদন্ত করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রক এই নিয়ম চালু করেছে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে সূর্যাস্তের পরও ময়নাতদন্ত করা যাবে। পরিকাঠামো থাকলে রাতেও করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, মানুষের জীবনযাত্রা আরও সহজ করার জন্য সরকারি নিয়মের বোঝা কমানো হচ্ছে। তাই এই সিদ্ধান্ত। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে। কেন্দ্রের দাবি, এই নিয়মে শুধু মৃত ব্যক্তির আত্মীয়-পরিজনদেরই সুবিধা হবে তাই নয়, অঙ্গদানের ক্ষেত্রেও সুবিধা হবে। ইতিমধ্যেই অনেক প্রতিষ্ঠানে রাতে ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।