কাশ্মীর ইস্যুতে ঘুম ছুটেছে পাকিস্তানের। বারবার যুদ্ধের হুমকি দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এই অবস্থায় ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে শেলিং শুরু করল পাকিস্তান সেনা। ভারত-পাকিস্তান আন্তজাতিক সীমান্তের কেজি সেক্টরে বিনা প্ররোচনাতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে শেলিং শুরু চালাচ্ছে পাকিস্তান।
শুধু সেনা ছাউনি নয়, সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকেও টার্গেট করছে পাকিস্তান সেনা। যদিও কড়া ভাষায় পাকিস্তান সেনাকে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। আধুনিক অস্ত্রে সীমান্তের ওপারে সেনা ছাউনিগুলিকে গুঁড়িয়ে দিতে পালটা প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা।
গত কয়েকদিন ধরে কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত ভারত এবং পাকিস্তান সীমান্ত। যে কোনও প্ররোচনা রুখে দিতে সেনাবাহিনীকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে। শুধু তাই নয়, একেবারে খোলা হাতে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্যে নির্দেশও দেওয়া হয়েছে। সেই মতো পাকিস্তান সেনাবাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারত।
দুপক্ষের গোলাগুলিতে উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। যদিও ভারত-পাকিস্তানের মধ্যে চলা গোলাগুলিতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, ১৫ অগস্টের ঠিক আগে কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের খবর আসে ভারতীয় সেনা। মঙ্গলবার রাতে উরি সেক্টরে একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল পাক জঙ্গিরা। পাক সেনার মদতে তাদের ভারতে ঢোকানোর চেষ্টা চলছিল বলে জানিয়েছে ভারতীয় সেনা। তবে পাকিস্তানের দিক থেকে যে কোনও ধরনের হামলার মুখোমুখি হওয়ার জন্য তৈরি আছে ভারতীয় সেনা। সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।