হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের জেরে উত্তাল গোটা দেশ। এর মধ্যেই হ্যাক করা হল মহারাষ্ট্রের থানে পুলিশের ওয়েবসাইট। হ্যাকারদের তরফে দাবি করা হয়েছে, ‘সারা বিশ্বের মুসলিমদের’ কাছে ক্ষমা চাইতে হবে। এই উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওই পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে একটি সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছি। থানের সাইবার ক্রাইম দল বিষয়টি নিয়ে কাজ করছে।’ সঙ্গে তিনি জানিয়েছেন, ‘হ্যাট সাইবার টিম’ নামে একটি হ্যাকারদের গ্রুপ সেই ঘটনার পিছনে আছে বলে দাবি করা হয়েছে।
একটি টিভি ডিবেটে জ্ঞানবাপী নিয়ে আলোচনার সময় হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করেন তৎকালীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। এখান থেকেই ঘটনার সূত্রপাত। নূপুরের ওঁই মন্তব্যেই ভাবাবেগে আঘাত লাগে মুসলিমদের। বিজেপি নূপুরকে সাসপেন্ড করে। কিন্তু বিতর্ক থামেনি। উল্টে বিভিন্ন রাজ্যে প্রতিবাদের নামে হিংসাত্মক কার্যকলাপ শুরু করে মুসলিমরা। এর মধ্যেই থানে থানার ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠল।