আল কায়দার সঙ্গে যোগ থাকার অভিযোগে অসম থেকে গত চারমাসে অন্তত ২৫জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছে। এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত নিল অসমের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ভিনরাজ্য থেকে আসা ইমাম এবং মাদ্রাসা ও মসজিদের শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন ও অনলাইন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।
শনিবার জঙ্গি যোগের অভিযোগে গোয়ালপাড়া থেকে দুজনকে ইমামকেও গ্রেফতার করা হয়েছে। তারপরই একেবারে তাৎপর্যপূর্ণ ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর। এদিকে সোমবার অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জেহাদি যোগ থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মূল চাঁই। সন্ত্রাসী নেটওয়ার্ক ছড়ানোর জন্য় সে কাজ চালাচ্ছিল।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন, এলাকার বাইরে থেকে যারা ইমাম হিসাবে আসছেন তাদের সম্পর্কে পুলিশকে জানানোর জন্য় স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে। যাতে পুলিশ যাচাই করে দেখতে পারে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একটি পোর্টাল খোলা হবে। সেই পোর্টালের মাধ্যমে ইমাম ও বেসরকারি মাদ্রাসার শিক্ষক যারা অসমের বাইরে থেকে আসছেন তাদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে কবে থেকে এই পোর্টাল চালু হবে তা নিয়ে তিনি কিছু জানাননি।