গুলির লড়াই পুলিশ ও দুষ্কৃতীর মধ্যে, দিল্লির প্রকাশ্য রাস্তায়। জানা গিয়েছে, এনকাউন্টারে গুরুতর জখম হয়েছেন দুই পুলিশ কর্মী। সেইসঙ্গে আহত হয়েছে এক দুষ্কৃতীও। উদ্ধার করা গিয়েছে অস্ত্রশস্ত্র। ওই দুষ্কৃতীর গুলি লেগেছে পায়ে। দিল্লির এইমসের সামনে মঙ্গলবার ভোরে আচমকা গুলির লড়াই শুরু হয়ে যায়। এই ঘটনাকে ঘিরে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক দুষ্কৃতী অক্টোবরের শেষ দিকে চুরি সংক্রান্ত একটি মামলায় মূল পান্ডা হিসেবে তার নাম উঠে আসে। পুলিশ তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছিল। অবশেষে, এই দুষ্কৃতী মঙ্গলবার ভোরে ৫ টা নাগাদ দিল্লির এইমসের কাছে ধরা পড়ে যায়। ধরা পড়ে গিয়ে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে। এরপরই গুলির লড়াই শুরু হয় পুলিশ ও দুষ্কৃতীর মধ্যে। ঘটনার প্রসঙ্গে দিল্লি পুলিশের ডিসিপি (সাউথ) জানিয়েছেন, ”আমরা ওদের গতিবিধি নজরে রেখেছিলাম। কিন্তু ওদের আটকানো যায়নি। পুলিশ টিম এরপরই পিছু নেয়। এরই মধ্যে একজন বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। এর মধ্যেই একজনের পায়ে আঘাত লাগে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে।”
সেই এনকাউন্টারে ওই দুষ্কৃতীর পায়ে গুলি লাগে। এছাড়া দুই পুলিশ কর্মী গুরুতর জখম হন। তিন দুষ্কৃতীকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার সকালে আচমকা এই গুলির লড়াইকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই, হাসপাতাল সহ গোটা এলাকা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।