গত পাঁচ বছরে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৬৬ কুখ্যাত অপরাধীর। জখম ৪, ৪৫৩ অপরাধী। শুক্রবার এক কর্মসূচিতে এই পরিসংখ্যান জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, অপারেশন চলবে।
পুলিশ মেমোরিয়াল ডে প্যারেডে ভাষণ দেওয়ার সময় আদিত্যনাথ জানান, ২০১৭ থেকে ২০২২-এর মধ্যে ১৩ জন পুলিশকর্মী নিহত এবং প্রায় হাজারের উপর পুলিশকর্মী নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমি নিহত পুলিশকর্মীদের পরিবারকে আশ্বস্ত করছি যে, সরকার সব সময়ই যে কোনও প্রয়োজনে তাঁদের পাশে এসে দাঁড়াবে।’
২০১৭ সালে প্রথমবার রাজ্যে ক্ষমতায় এসে চালু করেন অপারেশন জিরো টলারেন্স। সে বছরের মার্চ থেকে এ বছরের চলতি মাস পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১৬৬ দুষ্কৃতী। তার মধ্যে ৩৬ জন মারা গেছে গত সাত মাসে। ওয়াকিবহাল মহলের মতে এমন নজির নেই সেনা, আধা সেনা এবং কোনও রাজ্য পুলিশের।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এ পর্যন্ত নিহত হয়েছেন ১৩ জন পুলিশ কর্মীও। আহত পুলিশের ১৩৩৬ জন। মাফিয়া নিয়ন্ত্রণ আইন বলে ৫৯ হাজার অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪৪৪০ কোটি টাকার বেআইনি সম্পত্তি।