জুম্মার নমাজের পরই লাঠি সোঁটা নিয়ে রাস্তায় নেমে তাণ্ডব চালাল কানপুরের মুসলিমরা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথরও। ঘটনায় ২ জন গুরুতর জখম হয়েছেন। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মীও। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
ঘটনার সূত্রপাত শহরের একাংশে বাজার বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে। দিন কয়েক আগে বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মহম্মদ সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বৃহস্পতিবারও বেশ কিছু দোকানপাট ইসলাম অবমাননার অভিযোগে বন্ধ রাখা হয়েছিল। জানা গিয়েছে, শুক্রবার ফের দোকান বন্ধের ঘোষণায় অনেকেই আপত্তি তোলে। সেই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
এদিন নমাজ শেষ হওয়ার পর বাজার বন্ধ করতে আসে মুসলিম সম্প্রদায়ের একাংশ। অন্যদিকে তাদের আটকাতে যায় আরেক পক্ষ। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই একে অন্যকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে তারা। এমনকি গণ্ডগোলের সময় বেশ কিছু দুষ্কৃতীরা গুলি চালায় বলেও অভিযোগ।
বর্তমানে গোটা এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। ঘটনার জেরে এখনও পর্যন্ত ১৭ জনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে কানপুর জেলা ম্যাজিস্ট্রেট, নেহা শর্মা বলেন, ‘প্রাথমিক উত্তেজনার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ইতিমধ্যেই’। তিনি জানান, ‘দু-দল পাথর ছোঁড়াছুড়ি শুরু করলে কমিশনার এবং যুগ্ম কমিশনার-সহ আমরা সবাই ঘটনাস্থলে উপস্থিত হই’।