জেহাদ প্রচারকারি আনজেম চৌধুরীকে পাকড়াও করলো পুলিশ, তার বিরুদ্ধে সুকৌশলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়াবার অভিযোগ আনা হয়েছে
আনজেম চৌধুরী ব্রিটেনে এশীয়দের কাছে একটি অতি পরিচিত নাম, বিশেষ করে বাংলাদেশিদের কাছে। তার বিরুদ্ধে অভিযোগ সে একজন সমাজসেবী ও গণ সংগঠনের সাথে যুক্ত তিনি জেহাদের প্রচারক।
ব্রিটেনে মুসলিম এশিয়দের খুব কাছের লোক আনজেম। তাকে ধরেছে ব্রিটেনের পুলিশ। সোশ্যাল মিডিয়ার দৌলতে ও বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি বাংলাদেশে চলতে থাকা তথা বিশ্ব ব্যাপী চলতে থাকা জিহাদকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সমর্থন করেছেন ও করছেন।
এই প্রচারের জন্য চৌধুরী বানিয়েছেন একটি ” টুইটার স্টর্ম ” (Twitter Storm)।
ব্রিটেনের কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট (Community Security Trust , Britain) এর পক্ষে ব্রিটেন পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে Community Security Trust এর পক্ষে ডিরেক্টর ডেভ রিচ (Dave Rich , Director- Community Security Trust) জানিয়েছেন যে ব্রিটেনের আইনের ফাঁক ফোকর দিয়ে চৌধুরীর মতো বহু মানুষ তথা মুসলিম নেতারা জেহাদকে সমর্থন জানিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্রিটেনে চৌধুরীর গ্রেফতার অল্প হলেও একটা কড়া বার্তা যাবে জন মানবের কাছে।