পুলিশের হাতে এলো একটি গোপন ফোন, যেটি আসিফের নিজেরই ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, আসিফের মোবাইলে একাধিক সন্দেহজনক মানুষের নম্বর পাওয়া গেছে। পুলিশ মনে করেছে যে, এই মোবাইল ও এই মোবাইলের সিমের সাহায্যে আসিফ অসৎ ও অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ করত।
তদন্তকারী এক পুলিশ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, “যে মোবাইলটি আসিফ লুকিয়ে রেখেছিল, সেটিও উদ্ধার হয়েছে। মোট তিনটি মোবাইল উদ্ধার হল। গোপন মোবাইলে অনেক কিছু তথ্য রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে”। জানা গেছে, ১২ দিনের জেল হেফাজতে থাকার পরে বৃহস্পতিবারেই তাঁকে মালদহের আদালতে পেশ করা হয়েছিল। এদিনের শুনানিতে তাঁকে আপাতত দু’দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, অভিযুক্ত আসিফের বাড়ি থেকে ৪ জনের পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, ওই মৃতদেহগুলি প্রায় পৌনে ৪ মাস পুরোনো।
বৃহস্পতিবারে আদালতে আসিফকে পেশ করার দিনে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানান যে, আসিফ স্বীকার করে নিয়েছে যে সে তাঁর মা-বাবা, ঠাকুরমা ও বোনকে খুন করেছে। কিভাবে সে তার পরিবারের সদস্যদের খুন করে, তারপরে খুন করার পরে কোথায় লুকিয়ে রেখেছিল, সবকিছুই পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে। খুনের সমস্ত উপকরণ- কফিনের প্লাইউড, উড কাটার যন্ত্র, খুনের আগে ম্যাঙ্গো জুসের যে বোতলে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল, সেটিও পাওয়া গেছে। এছাড়াও, চৌবাচ্চায় জল দেওয়ার পাইপ, মুখে লাগানো সেলোটেপ এবং অসংখ্য পেনড্রাইভও পাওয়া গেছে।
2021-07-02