রাজধানীর বুকে যেন সিনেমার শুটিং। পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলি পুলিশের। সবমিলিয়ে চরম উত্তেজনা দিল্লির চিত্তরঞ্জন পার্কে। পুলিশের গুলিতে এক দুষ্কৃতী জখম। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কে এলাকাবাসী।
দিল্লির পুলিশের এক সিনিয়র অফিসার জানিয়েছে, জখম দুষ্কৃতীর নাম সংগ্রাম। দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরি, ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। পুলিশ জানতে পারে, এসবের পিছনে মূল মাথা সংগ্রাম নামের ওই দুষ্কৃতী। তাই তাকে নাগালে পেতে পুলিশের অভিযান চলছিল।
শুক্রবার সকালে চিত্তরঞ্জন পার্ক এলাকায় সংগ্রাম ও তার দলবদল ঘোরাফেরা করছে, টের পেয়ে পুলিশের একটি বাহিনী সেখানে যায়। দুষ্কৃতীদের হাতেনাতে ধরে ফেলে আত্মসমর্পণ করার কথা বলেন পুলিশ অফিসাররা। কিন্তু সংগ্রাম আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে বলে অভিযোগ। পালটা পুলিশও গুলি চালায়। তাতে জখম হয়ে সংগ্রাম। তবে বাই ৪ জন পলাতক।
ঠিক কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা দুষ্কৃতীরা এলাকায় জড়ো হয়েছিল এবং বড় কোনও নাশকতার ছক ছিল ক না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তদন্ত করে দেখছে পুলিশ। দিল্লির অভিজাত এলাকা বলে পরিচিত চিত্তরঞ্জন পার্ক। রাজধানীর ‘বাঙালি মহল্লা’ বলেও অনেক সময়ই উল্লেখ করা হয় এই এলাকাকে।