‘তৃণমূল পার্টি ক্রিমিনাল দিয়ে তৈরি হয়েছে। পুলিশ ও ক্রিমিনাল এক হয়ে গিয়েছে। এখন কে কাকে ধরবে? ‘ সোমবার খড়্গপুরে প্রাতঃভ্রমণ সেরে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণের পর তিনি সেখানকার বেলদা কালী মন্দিরে পুজো দেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্যানিংকাণ্ডকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি।
ক্যানিংকাণ্ডকে ঘিরে তিনি জানান, ‘ওখানকার স্থানীয় বিধায়ক জানিয়েছিলেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে বিজেপির হাত রয়েছে। কিন্তু যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এবং ওই তিন যুবকের মায়েরা জানিয়েছেন, তাদেরকে হত্যা করেছে তৃণমূল। এখন সঠিক তদন্ত প্রক্রিয়া চালাতে হলে ঠিকই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসবে। আর সেই কারণে নিজেদের দল এবং দলের লোকেদের বাঁচাতে আসরে নেমেছে তৃণমূল ও রাজ্য পুলিশ।’
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আরও জানান যে, ‘এখন পুলিশ আর কাউকে ধরবে না। আর ধরছে না বলেই সিবিআই তদন্ত চলছে। মানুষ আদালতে গিয়ে আপিল করছেন। বিচারক সিবিআই তদন্তের রায় দিচ্ছে। আমার মনে হয়, এখানেও আগামী দিনে সিবিআই তদন্ত হবে। কারণ, তৃণমূলের পার্টি আসলে ক্রিমিনালদের ঘিরে। আর এই রাজ্যে পুলিশ আর ক্রিমিনাল একই হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কে কাকে ধরবে? ‘
2022-07-11