POK ও গিলগিট বালতিস্তান ভারতের অংশ: বিপিন রাওয়াত, সেনা প্রধান।

সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং গিলগিত বালতিস্তানকে জম্মু ও কাশ্মীরের অংশ হিসাবে বর্ণনা করেছেন। বিপিন রাওয়াত বলেছেন যে পাকিস্তান অবৈধভাবে এটি দখল করেছে। উনি বলেন যে আমরা যখন জম্মু ও কাশ্মীরকে বলি তখন পুরো জম্মু ও কাশ্মীরের রাজ্যে পিওকে এবং গিলগিট বালতিস্তান অন্তর্ভুক্ত থাকে। তাই পিওকে এবং গিলগিট বালতিস্তান একটি দখলকৃত অঞ্চল হয়ে গেছে, এমন একটি অঞ্চল যা আমাদের পশ্চিমা প্রতিবেশী অবৈধভাবে দখল করেছে। তিনি আরও বলেছিলেন যে পাকিস্তান যে অঞ্চল অবৈধভাবে দখল করেছে তা পাকিস্তানি সংস্থা নিয়ন্ত্রণ করে না। বরং সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করেছে। পিওকে আসলে একটি সন্ত্রাসী নিয়ন্ত্রিত দেশ বা পাকিস্তানের সন্ত্রাসী নিয়ন্ত্রিত অংশ।

ধারা ৩৭০ এই উপর বক্তব্য রেখে তিনি বলেন যে জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার উচিত সময় ছিল। এখানের পরিবেশ  নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। যে কারণে ট্রাক চালকরা আক্রান্ত হন। স্কুল খোলার বিরুদ্ধে স্কুল প্রশাসনকে হুমকি দেওয়া হচ্ছে। তবে, আমরা নিশ্চিত যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। জানিয়ে দি, POK এর মধ্যে গিলগিট বালতিস্তানও পড়ে। আর এই গিলগিট বাল্টিস্তান ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারতকে বিদেশী আক্রমন থেকে রক্ষা করতে হয় তবে এই এলাকাটি ভারতের অন্তর্ভুক্ত করা অতি আবশ্যক।

শুধু এই নয়, এখানে খনিজ কাঁচামাল এর বিশাল ভান্ডার রয়েছে। যার জন্য চীন ওই এলাকাটিকে দখল করার পরিকল্পনাও করেছিল। জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 শেষ হওয়ার পর এখন গিলগীট বলিস্তানের লোকেরা প্রতিবাদী হয়ে উঠেছে। গিলগিটের লোকেরা বলেছে যে তাদের ভারতীয় সংবিধানের উপর ভরসা আছে, আর তারা ভারতের সাথে জুড়তে চায়। তার ভারতীয় সংবিধানে তাদের প্রতিনিধিত্ব চেয়েছে। গিলগীটে এই ধরণের আওয়াজ স্পষ্টভাষী হওয়ায় পাকিস্তান সরকারকে মুশকিলে ফেলে দিয়েছে। আপাতত এই অংশেও পাকিস্তান অনধিকার ভাবে শাসন চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.