রাশিয়ার তরফে প্রকাশিত একটি মানচিত্রকে কেন্দ্র করে শুরু হল বিশ্বস্তরীয় রাজনৈতিক তরজা। রাশিয়া কর্তৃক প্রকাশিত মানচিত্র অনুযায়ী, পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকে এবং চিন অধিকৃত কাশ্মীর অর্থাৎ আকসাই চিন ভারতের অংশ। উক্ত মানচিত্র কেন্দ্রীক খবর প্রকাশিত হওয়ার পরেই শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক স্তরে।
রাশিয়ার মানচিত্রে পিওকে ও আকসাই চিন ভারতের অংশ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ইতিবাচক প্রতিক্রিয়া জানায় ভারত। ভারতের অংশ হিসাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ও চিন অধিকৃত কাশ্মীরকে এসসিও তথা সাংহাই কর্পোরেশনের অর্গানাইজেশনের একটি মানচিত্রে রাখার রাশিয়ার এই সিদ্ধান্তকে সম্মান জানায় ভারত সরকার। ভারত এও জানায়, রাশিয়ার এই সিদ্ধান্তে ভারত বেশ খুশি।
প্রসঙ্গত, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব বরাবরই নজর কেড়েছে গোটা বিশ্বের। একদিকে যেখানে ভারত ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, সেখানে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরতও থেকেছে ভারত। ভারত একহাতে ফোন মাধ্যমে রাশিয়ার কাছে অনুরোধ জানায় সহিংসতা বন্ধ করার জন্য এবং সংলাপ ও কূটনীতির উপর জোর দেওয়ার জন্য। তবে, অপরহাতে রাশিয়ার বিরুদ্ধে কথা বলে রাশিয়ার বিরাগভাজন হওয়া থেকেও বিরত থেকেছে ভারত।