নতুন ভাবে চলার সুযোগ তৈরি করে দিয়েছে করোনা সংকট। বিভিন্ন ক্ষেত্রে এই নতুন ভাব দেখা গিয়েছে। ঠিক বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্ব যে পদ্ধতি ও নিয়ম মেনে চলত বর্তমান পৃথিবীও করোনাত্তর পরিস্থিতিতে নিজেকে বদলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামের এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশগ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিশ্বযুদ্ধের পরে গোটা পৃথিবী নতুন তৈরি করা নিয়মে চলেছিল। নিজেকে পরিবর্তন করেছিল। করোনাও আমাদেরকে সেই সুযোগ দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে নতুন দিশা ও নতুন নিয়মে চলার। প্রানোজ্জল ভবিষ্যতের জন্য এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। গোষ্ঠীবদ্ধ হয়ে কোন জনসমাবেশের যোগদান, ক্রীড়া, শিক্ষা এবং বিনোদন আগের মতন আর নেই। বিশ্বের সামনে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কি করে পুনরায় সচল হওয়া যায়। পুনর্গঠন না হয়ে পুনরায় সচল হওয়া যাবে না। ধারণা, মানসিকতা, পদ্ধতি, বাস্তবায়নের মাধ্যমে এটি গড়ে তুলতে হবে। দুটি মহা বিশ্বযুদ্ধের পর যে ঐতিহাসিক পুনর্গঠন হয়েছিল গোটা বিশ্বে তার থেকে শিক্ষা নিতে হবে। লকডাউন এর সময় বিভিন্ন শহরে স্বচ্ছ আকাশ, পরিষ্কার ঝিল, নদী ও বায়ু প্রত্যক্ষ করা গিয়েছিল। শহরাঞ্চলে পাখির কলতান যা আগে শোনা যেত না। সে সবই শোনা যাচ্ছিল। এগুলোকে চিরস্থায়ীভাবে বজায় রাখা প্রয়োজন। ভারতের নগরোন্নয়ন প্রকল্পে এরকম ধারণা প্রতিচ্ছবি দেখা গিয়েছে।
2020-11-18