এ বছর ওয়ার্ল্ড সাসটেনেবেল ডেভলপমেন্ট সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত থাকছেন না। বুধবার সন্ধে সাড়ে ৬ টায় ভিডিও কনফানেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ওয়ার্ল্ড সাসটেনেবেল ডেভলপমেন্ট সামিটের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এ বছর সামিটের থিম হল ‘Redefining our common future: Safe and secure environment for all’. এ বছর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘানার প্রেসিডেন্ট ড. মহম্মদ ইরফান আলি, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে, মালদ্বীপের পিপলস মজলিসের স্পিকার মহম্মদ নাশিদ, রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মহম্মদ ও ভারতের বন, আবহাওয়া বদল ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর।
দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউড (TERI)-র ২০ তম অনুষ্ঠানে ওয়ার্ল্ড সাসটেনেবেল ডেভলপমেন্ট সামিট অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানের সূচনা হবে ১০ ফেব্রুয়ারি। এটি চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। একাধিক দেশের প্রশাসন, ব্যবসায়ী, শিক্ষাবিদ, আবহাওয়াবিদ, যুব সমাজের প্রতিনিধি ও সিভিল সোসাইটি এই আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেবেন বলে সামিটের তরফে জানানো হয়েছে।
সামিটের সরকারি বিবৃতিতে এও বলা হয়েছে, ২০ বছরের উন্নয়ন বজায় রাখার যাত্রায় বিশ্বজুড়ে একটি লক্ষ রয়েছে। সেই কারণেই প্রশাসন, ব্যবসায়ী, শিক্ষাবিদ, আবহাওয়াবিদ, যুবক সমাজের প্রতিনিধি ও সিভিল সোসাইটিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যুবসমাজ ও মহিলাদের বক্তব্য সামনে রেখে এই সামিটে গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে গ্লোবাল সাউথ থেকে গ্লাসগোর রাষ্ট্রসংঘের ২৬তম আবহাওয়া বিষয়ক কনফারেন্স পর্যন্ত।
ভারতের পরিবেশ, বন ও আবহাওয়া পরির্তন বিষয়ক মন্ত্রক; নতুন ও শক্তির পুনর্নবীকরণ মন্ত্রক এবং মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এই সামিটের পার্টনার। শক্তি ও শিল্পের রূপান্তর, অভিযোজন ও স্থিতিস্থাপকতা, প্রকৃতি-ভিত্তিক সমাধান, আবহাওয়ার অর্থায়ন, সার্কুলার অর্থনীতি, মহাসাগর পরিষ্কার এবং বায়ু দূষণের মতো বিষয় নিয়ে এই সম্মেলনের আলোচনা করা হবে।