বছর শেষ হতে আর তিন দিন বাকি। বছর শেষের বার্তা দিতে রবিবার বছরের শেষের মন কি বাতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি মন কি বাতের ৭২ তম সংস্করণ। তাঁর এই রেডিও অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের জন্য বিশেষ বার্তা দিতে পারেন মোদী।
শনিবার এক ট্যুইট বার্তায় মোদী জানান, অল ইন্ডিয়া রেডিওতে এই অনুষ্ঠান হিন্দিতে সম্প্রচার করার পরেই আকাশবাণী প্রতিটি আলাদা আলাদা স্থানীয় ভাষায় সেটির অনুবাদ করে সম্প্রচার করবে। হিন্দি সম্প্রচার শোনা যাবে অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ও নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপে।
এদিন ট্যুইট বার্তায় মোদী বলেন পিছনে ফেলে আসা ২০২০ সালকে কীভাবে দেখছেন, কেমন কাটলো এই বছর। আবার ২০২১ সালের জন্য বিশেষ কী চাইছেন, সেই সব জানান তাঁকে। নিজের বার্তা রেকর্ড করুন ১৮০০-১১-৭৮০০ নম্বরে, নয়তো বক্তব্য পাঠান MyGov, নমো অ্যাপে।
২০২০ সালকে কাবু করেছে করোনা ভাইরাস সংক্রমণ। সেই আতঙ্ক কাটিয়ে উঠে ২০২১ সাল কীভাবে কাটাবেন, তার দিকনির্দেশিকা দিতে পারেন মোদী। করোনার মোকাবিলা করতে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে এবং কতটা সাফল্যের সাথে কাজ করেছে, তার বার্তা দিতে পারেন মোদী। এরই সঙ্গে সাম্প্রতিক দিল্লি জুড়ডে চলা কৃষক বিক্ষোভ নিয়েও বক্তব্য রাখতে পারেন তিনি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জানান, কৃষকদের জমি জোর করে অধিগ্রহণ করা হবে না। কিষাণ নিধি প্রকল্পের আওতায় ৯ কোটি কৃষকদের একাউন্টে ১৮ হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেন তিনি।
তবে সাম্প্রতিক বিক্ষোভ কেন্দ্র সরকারের বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পিটিআই জানাচ্ছে, কেন্দ্র সরকারের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এক মাস ধরে চলা লক্ষ লক্ষ কৃষকদের ৪০টি সংগঠন ফের আলোচনায় সবুজ সংকেত দিয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার হবে বৈঠক।
যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, কৃষি আইন নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কিন্তু আন্দোলনরত সংগঠনগুলির দাবি, এই আইন আখেরে কৃষকদের জন্য সর্বনাশ ডেকে আনবে। আইন বাতিল করতেই হবে। শনিবার দিল্লি ও হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে কৃষক সংগঠনগুলি পারস্পরিক আলোচনায় বসে। পরে সরকারের কাছে চিঠিতে মঙ্গলবার বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়।