ভারতে ভ্যাক্সিন তৈরির কাজ কতদূর? খতিয়ে দেখতে পৌঁছলেন নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই গুজরাতের আমদাবাদে পৌঁছেছেন তিনি। সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চাঙ্গোদরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে তিনি জাইডাস ক্যাডিলাক সংস্থার তৈরি ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’-র অগ্রগতি খতিয়ে দেখবেন।
এরপর তাঁর হায়দরাবাদে গিয়ে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর কাজ দেখবেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন পুণেতে। সেখানে তিনি সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের বিষয়টি খতিয়ে দেখবেন।