রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় আজ সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় সভাপতিত্ব করতে চলেছেন। আজ সোমবার সন্ধ্যায় এই সভা আয়োজন করা হয়েছে।
সোমবারের এই বিতর্ক সভায় উপকূলবর্তী এলাকায় আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে বলে খবর।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সদস্য দেশগুলি পালা করে দায়িত্ব পালন করে। ফ্রান্সের পর অগস্ট মাসে সেই দায়িত্ব পালনের ভার ভারতের উপর। এই সময়কালের মধ্যেই ভারত নিরাপত্তা পরিষদে ত্রিস্তরীয় বৈঠক করবে বলে জানানো হয়েছে। সমুদ্র ও উপকূল অঞ্চলের নিরাপত্তা নিয়ে সোমবার হবে প্রথম বৈঠক। এরপর আন্তর্জাতিক শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আরও দুটি বৈঠকে বসবে ভারত।
সোমবার বিকেল সাড়ে ৫টায় আজকের বৈঠক শুরু হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বভাবতই এই বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। অনলাইন ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।
মোদীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে সোমবার উপস্থিত থাকবেন একাধিক রাষ্ট্রনেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁদের মধ্যে অন্যতম। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ওয়েবসাইটে লাইভ দেখা যাবে এই বৈঠক।
আন্তর্জাতিক ক্ষেত্রে উপকূল ও সামুদ্রিক এলাকায় ক্রমশ বাড়তে থাকা অপরাধ দমন বিষয়ে আজ আলোচনা করবেন প্রধানমন্ত্রী ও অন্যান্য রাষ্ট্রনেতারা। এই ধরনের বিষয়ে খোলামেলা আলোচনা-বিতর্ক রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে খুব কমই হয়েছে। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকের দিকে চোখ থাকবে সকলের।