সামনেই অযোধ্যা রায়, মোদীর মুখে আগেভাগেই সংযমের সতর্কবার্তা

নভেম্বরের মাঝামাঝি সময়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত সৌধ নিয়ে রায় দিতে পারে। এখন থেকেই তা নিয়ে নানা জল্পনা চলছে।

গেরুয়া বাহিনী এখন থেকেই বলতে শুরু করেছে, এবার মন্দির হবেই। অনেকেই সংঘাতের আশঙ্কাও করছেন। এমনই পরিস্থিতিতে অযোধ্যা ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেভাগেই দিয়ে রাখলেন সংযমের পরামর্শ। রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রীর এহেন সংযমবার্তা আসলে সতর্কতা।

সতর্ক হওয়ার কারণও রয়েছে। অযোধ্যা ইস্যুতে অনেক রক্ত ঝরা সংঘাত দেখেছে দেশ। ১৯৯২ সালের আগে এবং পরে অনেকবার উত্তাপ তৈরি করেছে অযোধ্যা‌। রবিবার কালী পুজোর সকালে সেই সব দিনের কথাই স্মরণ করিয়ে দিলেন মোদী। তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্ট রামজন্মভূমি নিয়ে রায় দিয়েছিল। আমার মনে আছে, সেই সময় কেমন পরিবেশ ছিল। কত লোক আসরে নেমে, নিজ নিজ স্বার্থে ফায়দা তোলার চেষ্টা করেছিলেন। দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা হয়েছিল।’’

এটুকুই নয়। এদিন মোদী আরও বলেন, ‘‘৫, ৭, ১০ দিন এ সব চলছিল। কিন্তু যেই রায় এল, তখনই বদল টের পাওয়া গেল। সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সব সম্প্রদায়ের প্রতিনিধি, সাধু-সন্তরা সংযমী বক্তব্য রেখেছেন। পরিবেশের উত্তাপ কমানোর চেষ্টা করেছেন। আদালতের মর্যাদাকে সম্মান দেওয়া হয়েছে।’’ প্রধানমন্ত্রী আবেদনের সুরে বলেন, ‘‘এটা সব সময়ে মনে রাখতে হবে, ঐক্যের স্বর দেশকে অনেক শক্তি দেয়। এটি কর্তব্যবোধের সময়।’’

এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে তাতে, আর তিন সপ্তাহের মধ্যে অযোধ্যা মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। তার আগে এই প্রথমবার এই বিষয়ে মুখ খুলে সকলকে ‘সংযমী’ থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উপরে অনেক চাপ রয়েছে। সঙ্ঘের পক্ষে দাবি ছিল, সংসদে আইন কিংবা অধ্যাদেশ এনে রামমন্দির নির্মাণের পথ সুগম করা হোক। কিন্তু সেই পথে হাঁটেননি তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পরে এখনও পর্যন্ত একটি বারের জন্য অযোধ্যায় যাননি। উল্টে বহু প্রতিক্ষীত রায় বের হওয়ার আগে গোটা দেশকে সংযত থাকার আহ্বান জানালেন তিনি। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, এই মন্তব্য করে তিনি সঙ্ঘ পরিবারকেও আগাম বার্তা দিয়ে রাখলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.