আমেরিকাতে প্রধানমন্ত্রী মোদী দিলেন বাংলা ভাষায় উত্তর! বললেন- সব খুব ভালো।

ভারতে যেমন একজন মানুষের সাথে অন্য জনের দেখা হলে নমস্কার, নমস্তে, রাম রাম, ইত্যাদি বলে। তেমনি আমেরিকাতে বলা হয় HOWDI (হাউডি)। HOWDI কে হেলো এর মতো করে ব্যাবহার করা হয়। HOW DO YOU DO এর যা অর্থ বোঝায় HOWDI এর অর্থ একই।

রবিবার হিউস্টনে ‘হাওডি মোদি’ প্রোগ্রামে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে সম্বোধন করেন। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৫০,০০০ মানুষ উনাকে অভ্যর্থনা জানায়। প্রধানমন্ত্রী মোদী ‘HOWDI MODI’ এর জবাবে বলেছিলেন যে ভারতে সবকিছুই ভাল। তিনি হিন্দি পাশাপাশি বাংলা, আসামি, গুজরাটি, তামিল ইত্যাদি ভাষাতেও উত্তর দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, আজ আমরা এখানে নতুন ইতিহাস লিখছি। নতুন একটি রসায়নও লিখছেন। এই দৃশ্য এবং পরিবেশটি অভাবনীয়। এই দৃশ্যটি ভারত ও আমেরিকার ক্রমবর্ধমান বন্ধুত্বের সাক্ষী। তিনি বলেছিলেন, এই বিশাল জনগোষ্ঠীর উপস্থিতি কেবল সংখ্যাতেই সীমাবদ্ধ নয়।

আজ আমরা এখানে একটি নতুন ইতিহাস তৈরি হচ্ছে এবং পাশাপাশি একটি নতুন রসায়নও তৈরি দেখছি। আমি জানতে পেরেছি যে এখানে আসতে কয়েক হাজার লোক রেজিস্ট্রেশন করেছিলেন তবে জায়গার অভাবে এখানে আসতে পারেনি। যারা জায়গার অভাবে আসতে পারেননি তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি অল্প সময়ের মধ্যে এত বড় প্রস্তুতি নেওয়ার জন্য হিউস্টন প্রশাসনেরও প্রশংসা করছি। এনআরজির শক্তি (NRG স্টেডিয়ামের নাম) ভারত এবং আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংযোগের সাক্ষী।

অনুষ্ঠানটিকে # HOWDI MODI বলা হচ্ছে তবে আমি কেউ নই, আমি ১৩০ কোটি ভারতীয়দের নির্দেশে কাজ করা একজন সাধারণ মানুষ মাত্র। তাই আপনার যখন জিজ্ঞাসা করেছেন যে HOWDI MODI? এর উত্তরে আমি বলবো ভারতে সব ঠিক আছে। জানিয়ে দি, প্রধানমন্ত্রী মোদী ভারতে সব ঠিক আছে এই উত্তরটি নানা ভাষায় প্রকাশ করেন। ভারতের মধ্যে যে ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে তার মাধ্যমে প্রধানমন্ত্রী উত্তর দেন। বাংলা ভাষায় প্রধানমন্ত্রী বলেন- সব খুব ভালো।

প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, এই লিবারেল এবং ডেমোক্র্যাটিক সোসাইটির এই ভাষাগুলির খুব বড় পরিচয় রয়েছে। কয়েক শতাব্দী ধরে কয়েক ডজন ভাষা, কয়েকশ উপভাষা সহাবস্থানের বোধ নিয়ে আমাদের দেশে এগিয়ে চলেছে এবং আজও কোটি কোটি মানুষের ভিন্ন ভিন্ন মাতৃভাষা রয়েছে। জানিয়ে দি, ভারত সরকার এখন ভারতীয় ভাষাকে বেশি গুরুত্ব দেওয়ার উপরে মনযোগ দিয়েছে। আগামী সময়ে বিদেশী ইংরাজি ভাষাকে ছুঁড়ে ফেলে ভারতীয় ভাষাগুলি তার জায়গা করে নেবে, এর একটা প্রবল সম্ভবনা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.