রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ৭৪তম অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর সেই বক্তব্যে যুদ্ধ নিয়ে ভারতের নীতি স্পষ্ট করলেন মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে এক হয়ে লড়াইয়েরও ডাক দিলেন। এ দিন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। মোদী এ দিন কাশ্মীর নিয়ে কোনও কথাই বলেননি। তবে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারত কী করতে চায় তা পরিষ্কার করে দিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী বললেন নরেন্দ্র মোদী–
সন্ত্রাসবাদে সব থেকে বড় বলিদান দিয়েছে ভারত। যে দেশ যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, শান্তির বার্তা দিয়েছে।
শিকাগোতে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মহান সন্ন্যাসী বিবেকানন্দ। বিবেকানন্দের ভারতের প্রতিনিধি হয়ে আমরা বিশ্বকে সন্ত্রাসবাদ মুক্ত করার আহ্বান জানাচ্ছি। যুদ্ধ নয়, শান্তির বার্তা দিচ্ছে ভারত।
সন্ত্রাসবাদ মানবতা বিরোধী। সন্ত্রাসবাদ রুখবে ভারত। যুদ্ধ নয়, শান্তি চাই।
আমাদের স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। এখন সেই স্লোগান পরিবর্তিত হয়েছে- সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস।
এ ভাবেই আমরা সবকা সাথ সবকা বিকাশ থেকে সবকা বিশ্বাসে পরিণত করতে সফল হয়েছি।
২০২৫ সালের মধ্যে ভারত যক্ষ্মামুক্ত রাষ্ট্রে পরিণত হবে।
বিশ্বের বৃহত্তর স্বাস্থ্যবিমা চালু করেছি আমরা। ৫০ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে বছরে। তাঁদের চিকিৎসার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে। আগামী পাঁচ বছরে জল সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে।
আমরা একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জন অভিযান শুরু করেছি। মহাত্মা গান্ধীর জন্মদিবস থেকে এই অভিযান লাগাতার চলবে।
আমরা প্রভূত উন্নয়ন করেছি। স্বচ্ছ ভারত অভিযান আমাদের স্বপ্ন ছিল। পাঁচ বছরে ১১ কোটির বেশি শৌচাগার হয়েছে ভারতে।