রবিবার মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি লেখেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের সপ্তম বর্ষপূর্তির দিনটি দলের পক্ষ থেকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। তিনি এদিন টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছে জানিয়ে লেখেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন গোটা দেশ আত্মনির্ভরতার দিকে পা বাড়াচ্ছে। এদিন গোটা দেশে দলের এক কোটি কার্যকর্তা একলক্ষ গ্রামে পৌঁছে বিভিন্ন সেবার মাধমে ‘সেবা দিবস’ পালন করবে। পাশাপাশি এদিন তিনি বিরোধীদের নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন গোটা দেশ আত্মনির্ভরতার দিকে পা বাড়াচ্ছে, তখনই সরকারের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা। জে পি নাড্ডা বলেন, মহামারীর সময় যখন বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে, ঠিক তখনই বিরোধীরা কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। এমনকি কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তাও ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বিজেপি। নাড্ডা বলেন, এর আগে বিরোধীরাই ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলেছে। ভ্যাকসিনকে ‘বিজেপি ভ্যাকসিন’, ‘মোদী ভ্যাকসিন’ বলেছেন। এই সব করে সরকারের মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছে। আজ তারাই আবার ভ্যাকসিনের জন্য কান্নাকাটি করছেন। তিনি এও বলেন, কিছু লোকের কাজই হল বাধা দেওয়া।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবাসী এই কঠিন সময়ের মোকাবিলা করছে। যার ফলে তার পথপ্রদর্শনে মানুষের আত্মবিশ্বাস বেড়েছে বলেও এদিন দাবি করেন জেপি নাড্ডা। গরিবদের রেশন দেওয়ার পাশাপাশি সমস্ত স্তরের মানুষের জন্য এই সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
2021-05-30