কমপক্ষে ২২ জন ভারতীয় যারা বর্তমানে ইরানে আটকে রয়েছেন, সাহায্য চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এখনই উদ্ধার করে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, মোট ২২ জন ভারতীয় ইরানের বুশের হোটেলে আটকে রয়েছেন এবং প্রত্যেকে শিপিং কোম্পানিতে কর্মরত।
রিপোর্টে উল্লেখ রয়েছে, “শ্রদ্ধেয় স্যার, আমরা ২২ জন সমুদ্রে ভ্রমণকারী আপাতত বুশের হোটেলে আটকে আছি। আমাদের দয়া করে উদ্ধার করুন এখান থেকে। একের পর এক বিমান বাতিলের কারণে আমরা ফিরতে পারছি না। বন্দর আব্বাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি তবে তাঁদের তরফে কোনও সাহায্য পাওয়া যায়নি। দয়া করে আমাদের ইরান থেকে উদ্ধার করুন”।
২২ জন বিভিন্ন রাজ্যের, যেখানে জম্মু, কেরল এবং তামিলনাডুও রয়েছে। মার্চের ৬ তারিখ পার্লামেন্টে ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে বলেই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
শনিবার ইরান জানিয়েছে, নতুন করে ৪৯ জনের করোনা ভাইরাসে মৃত্যু হইয়েছে। ১০৭৬ টি নতুন সংক্রমণের ঘটনা শেষ ২৪ ঘণ্টায় হয়েছে বলেই তথ্যের উপর ভিত্তি করে ১৯৪ জন মৃত এবং ৬৫৬৬ জন সংক্রমণের শিকার। কমপক্ষে ১৬০০০ মানুষ বর্তমানে করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি আছেন”।