করোনাভাইরাসের নতুন প্রজাতি (স্ট্রেন) নিয়ে এমনিতেই আতঙ্ক বিরাজমান ভারতে। এমতাবস্থায় লন্ডন থেকে ২৫৬ জন যাত্রীকে নিয়ে দিল্লিতে এল বিমান। শুক্রবারই ব্রিটেন থেকে ভারতে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। যদিও, ভারত থেকে ব্রিটেনে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে ৬ জানুয়ারি থেকে। বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় শুক্রবার লন্ডন থেকে ২৫৬ জন যাত্রীকে নিয়ে দিল্লিতে এসে পৌঁছেছে বিমান।
করোনার নতুন স্ট্রেন নিয়ে ব্রিটেনের নাজেহাল অবস্থা। নতুন করে লকডাউন চলছে সেখানে। এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে যাত্রীদের দিল্লি ফেরায় আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। দিল্লিতে ইতিমধ্যেই নতুন করোনা স্ট্রেন-এর ১৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে, ভারতে ওই সংখ্যা দাঁড়িয়েছে ৮২। এই পরিস্থিতিতে ব্রিটেন ও ভারতের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় ভারত সরকারের সিদ্ধান্তে অনেকেই অখুশি। উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
2021-01-08