হিন্দু পরিচয় দিয়ে আরএসএসের ঢুকতে হবে। তারপর পাচার করতে হবে গোপন তথ্য। এই লক্ষ্যে পিএফআই-এর কিছু সদস্যকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে এনআইএ-এর।
কিছুদিন আগে লখনৌ-এর উপকণ্ঠে আঁচড়ামাউ গ্রামে অভিযান চালিয়ে পিএফআই-এর তিন সদস্যকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ধৃতরা হলো মহম্মদ ফাইজান, মহম্মদ সুফিয়ান ও রেহান। এদের ফোন ও কম্পিউটার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা নিশ্চিত যে আরএসএস-এর মধ্যে যাতে সহজে পিএফআইসদস্যরা ঢুকে পড়তে পারে, তার জন্য প্রশিক্ষণ পরিচালনা করতো তাঁরা।
গোয়েন্দা সূত্রে খবর, আরএসএস-এ ঢুকে পড়তে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য পিএফআই সদস্যদের বিশেষভাবে তৈরি করা হচ্ছিল। প্রায় ৫০ জন পিএফআই ক্যাডারকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। হিন্দু দেব-দেবী সম্বন্ধে বিশেষ জ্ঞান, হিন্দুদের চালু কিছু মন্ত্র ও প্রার্থনা শেখানো হতো। তাদের বলা হতো যে হিন্দু পরিচয় ব্যবহার করে আরএসএস-এর শাখায় ঢুকতে হবে। তারপর আরএসএস-এর কার্যক্রম, কী কী করছে, তার খবর জোগাড় করতে হবে।
সেই সঙ্গে আরএসএস-এর শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। তাদের গতিবিধির উপরে নজর রাখতে হবে।
ধৃতদের ফোন ও কম্পিউটারে এমন তথ্য পাওয়ার পরই নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। কিন্তু পিএফআই-কে নিষিদ্ধ করার পরই প্রশিক্ষণ নেওয়া বহু যুবক গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে বারবার অভিযান চালিয়েও লাভ হয়নি।