ইসলামিক সংগঠন পিএফআই-কে নিষিদ্ধ করেছে কেন্দ্র। তারপর থেকেই জঙ্গি আন্দোলনের হুমকি দিচ্ছে একের পর এক মুসলিম নেতারা। এবার অযোধ্যার রামমন্দির এবং মথুরার শ্রীকৃষ্ণ মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল মহারাষ্ট্রের এক পিএফআই নেতা মহম্মদ সফি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাদের র্যাডারে আছে বলে জানিয়েছে তারা।
অভিযোগ, মহম্মদ সফি বিরজাধর নামের এক পিএফআই নেতা খুনের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক বিজয় উপাধ্যায়কে। বলা হয়েছে, পিএফআই বিরোধী প্রচার বন্ধ না করলে গলা কেটে নেওয়া হবে। ওই চিঠিতেই অযোধ্যা এবং মথুরাতে বোমা মারার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক প্রথম সারির নেতাকেও খুন করার হুমকি দিয়েছে। যার মধ্যে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই অভিযুক্ত পিএফআই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই বিজেপি বিধায়ক। সেই সঙ্গে তাঁর কাছে যে চিঠিটি এসেছে তার প্রতিলিপিও থানায় জমা দিয়েছেন ওই বিজেপি নেতা। ওই চিঠির বয়ানে স্পষ্ট অযোধ্যা এবং মথুরায় বোমা মারার কথা উল্লেখ আছে। বিজেপি বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মহারাষ্ট্রের সোলাপুর থানার পুলিশ।